
প্রকাশিত: Sat, Dec 23, 2023 8:46 PM আপডেট: Mon, May 12, 2025 9:54 AM
[১] নকলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
মো. নাঈম : [২] শুক্রবার রাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দরবারচর জামে মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।
[৩] নিহত নারায়নখোলা এলাকার কলিমদ্দিনে ছেলে ও আহত শহিদ মিয়া বারারচরের সুজন মিয়ার পুত্র ছেলে।
[৪] স্থানীয় ও পুলিশ জানা যায়- শুক্রবার রাতে ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শহিদ মিয়া। তার সঙ্গে আরোহী ছিলেন মনিরুল ইসলাম।
[৫]কাজাইকাটা হতে নারায়নখোলা বাজার আসার পথে দরবারচর জামে মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে ।
[৬] স্থানীয়রা দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরোহী মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন ও চালক শহিদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
[৭] নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরোহী মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন । গুরুতর আহত চালককে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন ।
[৮] পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মনিরুলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া।